ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নোয়াখালী-৩ আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
নোয়াখালী-৩ আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত বাংলানিউজ গ্রাফিকস

নোয়াখালী: ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম লুট হওয়ায় নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের শরীফপুর ইউনিয়নের পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। 

রোববার (৩০ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং অফিসার ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি বলেন, ভোরে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তাই এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ  সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।