ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দিলেন শেখ তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট দিলেন শেখ তন্ময় ভোট দিচ্ছেন শেখ সারহান তন্ময়। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান তন্ময়।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টার পরেই ওই কেন্দ্রে তিনি তার নিজের ভোটটি দেন।

ভোট দেওয়া শেষে শেখ তন্ময় বাংলানিউজকে বলেন, বাগেরহাটে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

ভোটররা স্বতঃস্ফূর্তভাবে সকালেই ভোট কেন্দ্রে এসেছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। জয় আমাদের হবে ইনশা-আল্লাহ।  

এসময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি আসনের অন্যান্য কেন্দ্র পরিদর্শনে যান।

এ ভোটকেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

বাংলাদেশ  সময়: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।