ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভিকারুননিসা কেন্দ্রে ভোট দেবেন ড. কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভিকারুননিসা কেন্দ্রে ভোট দেবেন ড. কামাল গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা  ড. কামাল হোসেন। 

ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লতিফুল বারী হামীম বাংলানিউজকে বলেন, রোববার সকাল ৯টায় ভোটাধিকার প্রয়োগ করবেন ড. কামাল হোসেন।  

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডা. কামাল হোসেন বলেন,  সকাল ৮টায় থেকে ৯টার মধ্যে আমি হেঁটে আমার বাসার কাছের ভোট কেন্দ্রে ভোট দিতে যাব।

 

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।