ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
খুলনায় কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থীত কাউন্সিলর প্রার্থী মাহমুদ কাউসারের এজেন্ট আলী আকবরকে মারধরের অভিযোগ উঠেছে। মাহমুদ কাউসার ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে মহানগরীর জিলা স্কুল কেন্দ্রে আ’লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ পিকুর সমর্থকরা তাকে মারধর করেছে বলে অভিযোগ করা হয়।

কাউন্সিলর প্রার্থী মাহমুদ কাউসার বলেন, আমার এজেন্ট আলী আকবর সকাল ৭টা ৪৫ মিনিটে জিলা স্কুল কেন্দ্রে ঢুকতে গেলে আ’লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ পিকু লোকজন তাকে মারধর করেন।

তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। পরে তাকে উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করছেন মাহমুদ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।