ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্থানীয় সরকারের ১৩৩ নির্বাচন ২৮ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
স্থানীয় সরকারের ১৩৩ নির্বাচন ২৮ ডিসেম্বর

ঢাকা: স্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।
 

ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, এরইমধ্যে মাঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা স্থানীয়ভাবে নির্বাচনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করবেন।


 
তিনি বলেন, ১৩৩টি নির্বাচনের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৩৪ ইউপিতে সাধারণ, ৯১ ইউপিতে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন হবে।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।