ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

২৬ ডিসেম্বরের মধ্যে এনআইডির তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
২৬ ডিসেম্বরের মধ্যে এনআইডির তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার গতি বাড়াতে সংশোধন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।

সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ এরই মধ্যে নির্দেশনাটি পাঠিয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার আলোচনার ভিত্তিতে তিনি এ নির্দেশনা দেন।

এতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ও এনআইডি সংক্রান্ত পেন্ডিং তদন্তসমূহের তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে। সেবাগ্রহীতাদের সঙ্গে সদাচারণ করাসহ আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের আওতাধীন সেবাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সহজীকরণের মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জন করতে হবে।

নির্দেশনায় সচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সব পর্যায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন। বিবেক এবং ন্যায়বোধ উজ্জীবিত করে স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যথাসময়ে অফিসে আগমন এবং কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে অফিস ত্যাগ করা যেতে পারে। এসিআর অনুশাসনমালা প্রতিপালন করাসহ প্রশাসনিক/দাপ্তরিক অনিয়মের অভিযোগসমূহের তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একান্ত জরুরি। দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সুস্পষ্টভাবে নথি উপস্থাপন করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।