ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহ অঞ্চলে এনআইডি আবেদন ঝুলে আছে ৭০ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
ময়মনসিংহ অঞ্চলে এনআইডি আবেদন ঝুলে আছে ৭০ হাজার

ঢাকা: ময়মনসিংহ অঞ্চলে ৭০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন ঝুলে আছে।

বুধবার (৯ অক্টোবর) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা ৩০ হাজার ৫১৮টি। এছাড়া বিভিন্ন কারণে ঝুলে আছে ৩৯ হাজার ৭৯৭টি।

এছাড়া এ অঞ্চলের এক লাখ ৬৫ হাজার মানুষ ভোটার এলাকার পরিবর্তনের আবেদন করেছেন। এর মধ্যে তিন হাজার ৯৬৬টি আবেদন বাতিল হয়েছে। গত সাত মাসে ভোটার হওয়ার আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ১৭৫টি। এর মধ্যে বাতিল হয়েছে ১৬ হাজার ২০ টি আবেদন।

এছাড়া ময়মনসিংহ বিভাগের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে এক হাজার ১৬৫জন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। এর মধ্যে ১৩৭টি আবেদন বাতিল হয়েছে৷

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।