ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসির তিন কর্মকর্তাকে ওএসডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ইসির তিন কর্মকর্তাকে ওএসডি

ঢাকা: মাঠের তিন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করল নির্বাচন কমিশন (ইসি)। তাদের আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এবং নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।

সরকার পরিবর্তনের পর সম্প্রতি ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান ও এনআইডি পরিচালক মো. ফরহাদ হোসেনকে ওএসডি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।