ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বৃহস্পতিবার পদত্যাগের বিষয় জানাবেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
বৃহস্পতিবার পদত্যাগের বিষয় জানাবেন সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, বৃহস্পতিবার (৫ আগস্ট) পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সিইসি এ তথ্য জানান।

পদত্যাগ কবে করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানাব। বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার বৃহস্পতিবার ১২টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।