ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছয় দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন সিইসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
ছয় দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন সিইসি  কাজী হাবিবুল আউয়াল

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছয় দিনের দাপ্তরিক সফরের মালয়েশিয়া যাচ্ছেন।  

মঙ্গলবার (১৬ জুলাই) চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

 

এতে উল্লেখ করা হয়েছে, ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করার জন্য সিইসি মালয়েশিয়া যাচ্ছেন। এ সময় তিনি দেশটির নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।  

কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ইসি সচিব শফিউল আজিম, জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম ও আইডিইএ-২ প্রকল্প তথা স্মার্টকার্ড প্রকল্পের উপ-পরিচালক লেফট্যানেন্ট কমান্ডার মো. খালিদ হাসানও যাবেন।  

আগামী ২০ জুলাই তারা দেশ ত্যাগ করবেন, ফিরবেন ২৫ জুলাই। এ সফরের সমস্ত ব্যয় বহন করা হবে আইডিইএ-২ প্রকল্প থেকে।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।