ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাগেরহাটে ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুন ১০, ২০২৪
বাগেরহাটে ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা বাঁ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, আবু তাহের হালদার ও মোহাম্মদ রায়হান উদ্দিন আকন শান্ত।

বাগেরহাট: রিমালের প্রভাবে স্থগিত হওয়া বাগেরহাটের তিনটি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দুটি উপজেলায় বর্তমান চেয়ারম্যানরা পুনরায় এবং একটিতে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তথ্য অনুযায়ী, মোংলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হাওলাদার তৃতীয়বার, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মোড়েলগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান।  

তিনটি উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা নিজ নিজ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের হাওলাদার ২৭ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন পেয়েছেন ১৮ হাজার ৪১৭ ভোট। এ নিয়ে টানা তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু তাহের হাওলাদার।  

এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার হাই নির্বাচিত হয়েছেন।

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  রায়হান উদ্দিন আকন শান্ত ৩০ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন পেয়েছেন ১৮ হাজার ৮১৫ ভোট। এ নিয়ে টানা দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন রায়হান উদ্দিন এখন শান্ত।  

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রহিমা আক্তার হাসি নির্বাচিত হয়েছেন।

মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ৩৮ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম পেয়েছেন ২৬ হাজার ৭২৯ ভোট। প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান।  

এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজমিন নাহার নির্বাচিত হয়েছেন।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়েছে। সময় মত গেজেট প্রকাশ করা হবে।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুন ১০, ২০২৪
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।