ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নিবন্ধন বাতিলের ঝুঁকিতে কাদের সিদ্দিকীর দলসহ ৩ দল

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ২, ২০২৪
নিবন্ধন বাতিলের ঝুঁকিতে কাদের সিদ্দিকীর দলসহ ৩ দল

ঢাকা: নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় তিনটি দল নিবন্ধন বাতিলের ঝুঁকিতে পড়েছে। এখন জরিমানার সঙ্গে হিসাব দিয়ে পার পাওয়া ছাড়া উপায় নেই।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, দল তিনটি হচ্ছে- কাদের সিদ্দিকীর (বীর উত্তর) কৃষক শ্রমিক জনতা লীগ,  গণফ্রন্ট ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

কর্মকর্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি অংশ নেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ভোটের ৯০ দিনের মধ্যে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে হয়। ২৫টি দল তাদের ব্যয়ে হিসাব দিলেও ওই তিনটি দলকে সতর্ক করার পরও হিসাব দেয়নি। তাই শেষ সুযোগ হিসেবে ১০ টাকা জরিমানাসহ ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যেও হিসাব জমা দিলে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে আরপিওতে।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি যথা সময়ে হিসাব না দেওয়ায় জরিমানাসহ হিসাব জমা দিয়ে নিবন্ধন রক্ষা করেছিল।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪ সিসিসি এর বিধি ৫-তে বলা হযেছে, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে নির্বাচনের ৯০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হয়। সে সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল নির্বাচনী ব্যয় জমা না দিলে ইসি এক মাস সময় দিতে পারে। সে একমাসের মধ্যেও হিসাব জমা না দিলে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দেয়া বাধ্যতামূলক। কোনো দল অতিরিক্ত এ সময়ের মধ্যেও হিসাব জমা না দিলে সে দলের নিবন্ধন বাতিল করবে নির্বাচন কমিশন।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ২, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।