ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

খাগড়াছড়িতে কেন্দ্র দখলের চেষ্টা, আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ২১, ২০২৪
খাগড়াছড়িতে কেন্দ্র দখলের চেষ্টা, আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ

খাগড়াছড়ি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে খাগড়াছড়ি জেলা সদরের একটি কেন্দ্রে ভোট গ্রহণ আধা ঘণ্টা বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টা থেকে আধা ঘণ্টা ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।

খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার শরত কুমার ত্রিপুরা বাংলানিউজকে বলেন, চেয়ারম্যান প্রার্থী আনারস ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাই আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। এখন স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২১, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।