ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাস কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ২১, ২০২৪
সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাস কারাদণ্ড

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ায় আবু হানিফ (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) বারদী ইউনিয়নের দরলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত আবু হানিফ সোনারগাঁয়ের কবির হোসেনের ছেলে। তিনি প্রবাসী জুয়েলের ভোট দিতে এসে ধরা পড়েন।

জানা গেছে, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য মাহফুজুর রহমান কালামের প্রতীক ঘোড়া মার্কায় জালভোট দিতে গিয়েছিলেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ২১, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।