ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোসাইরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান হচ্ছেন বাবলু মৃধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ১২, ২০২৪
বিনা  প্রতিদ্বন্দ্বিতায় গোসাইরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান হচ্ছেন  বাবলু মৃধা

শরীয়তপুর: তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা।  

রোববার (১২ মে) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন ও আবুল কালাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া আব্দুল্লাহ আল আমান (লুসাই রাড়ী) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে তিনি আর আপিল করেননি।  ফলে এমদাদ হোসেন বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।