ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

তৃণমূলের সংবাদকর্মী থেকে নাজিরপুর  উপজেলার চেয়ারম্যান হলেন শাহীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ১০, ২০২৪
তৃণমূলের সংবাদকর্মী থেকে নাজিরপুর  উপজেলার চেয়ারম্যান হলেন শাহীন

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন একজন তৃণমূলের সংবাদ কর্মী ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজের নাজিরপুর উপজেলা প্রতিনিধি এবং বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভি ও পরে ইনডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ছিলেন।

 

জানা গেছে, বুধবার (০৮ মে) প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীক নিয়ে   ১৯২৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।  

নুরে আলম সিদ্দিকী শাহিন একজন প্রকৌশলী। তিনি বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। তার বাবা বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ছিলেন আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সংগঠক।  
এসএম নুরে অলম সিদ্দিকী শাহিন জানান, তিনি সাধারণ মানুষের ভালোবাসা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নাজিরপুর উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।