ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঠাকুরগাঁওয়ে জালভোট দেওয়ার সময় কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ৮, ২০২৪
ঠাকুরগাঁওয়ে জালভোট দেওয়ার সময় কিশোর আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার সময় কিশোর আটক হয়েছে।  

বুধবার (০৮ মে) বেলা ১১টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নম্বর বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে তাকে আটক করা হয়।

প্রিসাইডিং অফিসার নাজমুল হোসাইন ওই কিশোরকে আটক করে পুলিশে দেন।  

আটক কিশোরের বাড়ি উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামে।

দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রাজিব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জালভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।