ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোট

প্রচারে এমপি-মন্ত্রীরা, স্পিকারকে ব্যবস্থা নিতে বললো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মে ৫, ২০২৪
প্রচারে এমপি-মন্ত্রীরা, স্পিকারকে ব্যবস্থা নিতে বললো ইসি

ঢাকা: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যরা (এমপি) যাতে প্রচারে অংশ নিতে না পারেন, সেই জন্য স্পিকারকে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ মে) সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, চারটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছেন। উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালায় বলা হয়েছে,

(১) সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না: তবে শর্ত থাকে যে, উক্তরূপ ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।

(২) নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের ব্যবহার করতে পারবেন না।

আচরণ বিধিমালার ওই বিধান যথাযথভাবে প্রতিপালনের নিমিত্ত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যরা যাতে
এলাকায় গমন করে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করেন অথবা আচরণ বিধিমালা মেনে চলেন তার জন্য জাতীয় সংসদ সচিবালয় হতে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা জারির উদ্দেশ্যে স্পিকারকে গোচরীভূত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে  নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।

এবার ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৭৬টি উপজেলায় চার ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরবর্তীতে সে সব পরিষদে ভোট নেওয়া হবে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ৮ মে, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দু’টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মে ০৫, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।