ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরায় ঋণ খেলাপের দায়ে যুবলীগ নেতার মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ৫, ২০২৪
সাতক্ষীরায় ঋণ খেলাপের দায়ে যুবলীগ নেতার মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা: ঋণ খেলাপের দায়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৫ মে) যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জিয়াউর রহমান।

তবে মনোনয়ন ফিরে পেতে তামিম আহমেদ সোহাগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করবেন বলে জানিয়েছেন।

সোহাগ বলেন, আমার বাবা বেসিক ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আমি তার জামিনদার ছিলাম। যতদূর মনে পড়ে, সেই ঋণের ৮০ হাজার টাকা পরিশোধও করা হয়েছে। পরে এ ঋণের বিষয়টি আর খেয়াল ছিল না। বেসিক ব্যাংকে টাকা পরিশোধ করে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব।

তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।