ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোটে লড়তে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
উপজেলা ভোটে লড়তে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের পদ ছেড়েছেন এসএএম জাকারিয়া আলম।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক প্রক্রিয়া শেষে জাকারিয়া আলমের পদত্যাগপত্র গ্রহণ করে পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

পদত্যাগের বিষয়ে এসএএম জাকারিয়া আলম বলেন, আমি দুই যুগের বেশি সময় ধরে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। দামুড়হুদা উপজেলার জনগণের দাবির মুখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদ ছেড়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।