ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে ১১ উপজেলায় ভোট উৎসব ৮ মে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
সিলেটে ১১ উপজেলায় ভোট উৎসব ৮ মে

সিলেট: সিলেটের চার জেলার ১১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেটের উপজেলাসহ ১৫২টি উপজেলার তফসিল অনুযায়ী একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

এ উপজেলাগুলোর মধ্যে ১৩০টি হবে ব্যালট পেপারে, বাকি ২২টিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টি উপজেলা নির্বাচন। এরমধ্যে রয়েছে সিলেট জেলার ৪টি, সুনামগঞ্জ জেলার ২টি, মৌলভীবাজার জেলার ৩টি এবং হবিগঞ্জ জেলার ২টি উপজেলা।

বৃহস্পতিবার (২১ মার্চ) ২৯তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিলের এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সিলেট বিভাগের নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলো হচ্ছে- সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা। সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা। মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া, বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৮-২০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল এবং ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির তথ্য মতে, মোট চার ধাপের এ নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে।

এদিকে, সিলেটে উপজেলা নির্বাচনকে ঘিরে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে অনেকে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। উপজেলাগুলোতে প্রার্থীরা নিজেদের পোস্টার, ব্যানার-ফেস্টুন লাগাতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।