ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

শরীয়তপুরের ২ ইউপিতে নুরুল আমিন ও লুৎফর চেয়ারম্যান নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
শরীয়তপুরের ২ ইউপিতে নুরুল আমিন ও
লুৎফর চেয়ারম্যান নির্বাচিত

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল আমিন দেওয়ান ও জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে লুৎফর রহমান বিজয়ী হয়েছেন।  

শনিবার (৯ মার্চ) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান ও রুবায়েত হাসান ফলাফল ঘোষণা করে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের নুরুল আমীন দেওয়ান চার হাজার এক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

অন্যদিকে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে লুৎফর রহমান পাঁচ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

গত বছরের ৯ সেপ্টেম্বর জাজিরার বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।