ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাংনীর ৩ ওয়ার্ডের উপ-নির্বাচনে জয়ী হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
গাংনীর ৩ ওয়ার্ডের উপ-নির্বাচনে জয়ী হলেন যারা

মেহেরপুর: গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের দুটি ও ষোলটাকা ইউনিয়নের একটি ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

পরে ভোট গণনা শেষে 
রাতে জানানো হয় ফলাফল।

উপজেলা নির্বাচন অফিসার সূত্রে জানা গেছে, ৭ নম্বর সাহারবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে মহিবুল ইসলাম ৬২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।  

একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে আবুল বাসার ৪১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
 
৬ নম্বর ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে তহিদুল ইসলাম তুহিন ৭২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, সাহারাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম গেল আগস্টে, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সাবান আলী গত অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলী জানুয়ারি মাসে মৃত্যুবরণ করায় তিনটি পদ শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।