ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ধাপেরহাট ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শিপন বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
ধাপেরহাট ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শিপন বিজয়ী শহিদুল ইসলাম শিপন

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ নির্বাচনে চশমা প্রতীকে ৭ হাজার ৫২৮ ভোট পেয়ে শহিদুল ইসলাম শিপন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরে আলম সিদ্দিকি মিঠু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮০৬ ভোট।

শনিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আতাউল হক এ ফলাফল নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেলে ৪টা পর্যন্ত ওই ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. আল-মামুন (দুটি পাতা), মো. জাহিদ হাসান সেলিম (ঢোল), মো. জিয়াউর রহমান (আনারস), মো. নজরুল ইসলাম (মোটরসাইকেল), মো. নবাকুল ইসলাম (টেবিল ফ্যান), মো. নুরে আলম সিদ্দিকি (ঘোড়া), মো. শহিদুল ইসলাম শিপন (চশমা), মো. সজল মিয়া (অটোরিকশা) মোছা. শামীমা আখতার ছনিয়া (রজনীগন্ধা)

ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫৯৬ ও নারী ১২ হাজার ৮০৭ জন।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি ধাপেরহাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল কবির মিন্টু চেয়ারম্যান নির্বাচন হন।  গেল বছরের ১৫ জুলাই অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।