ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি লঙ্ঘন 

২৫ হাজার টাকা জরিমানা দিলেন নান্নু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
২৫ হাজার টাকা জরিমানা দিলেন নান্নু

বরগুনা: বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন হ্যাঙ্গার প্রতীকের মেয়রপ্রার্থী নাজমুল আহসান খান নান্নু।  

নির্বাচনী মিছিল নিয়ে যাওয়ার সময় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন জরিমানা আদায় করেন।

তিনি জানান, আমতলী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে রাতে হ্যাঙ্গার মার্কার সমর্থক ও কর্মীরা শোডাউন করছে এমন তথ্যের ভিত্তিতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ১১(২) ধারা লঙ্ঘিত করার প্রমাণ মিললে হ্যাঙ্গার প্রতীকের পক্ষে মো. তালহা তাজবিন নামের এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।