ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রবাসীদের এনআইডি কার্যক্রম দেখতে ইতালি যাচ্ছেন ইসি রাশেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
প্রবাসীদের এনআইডি কার্যক্রম দেখতে ইতালি যাচ্ছেন ইসি রাশেদা

ঢাকা: বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে ইতালি যাচ্ছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সফরে তার সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি তিন সদস্যের এ প্রতিনিধি দল ইতালি থাকবেন। রাশেদা সুলতানের সঙ্গে সফর করবেন তার স্বামী, ছেলে ও ছেলের স্ত্রী।

ইসি রাশেদা সুলতানার খরচ নির্বাচন কমিশন বহন করবে। পরিবারের সদস্যদের যাবতীয় খরচ বহন করবেন তিনি নিজে।

ইতালি সফরে ইসির দুই কর্মকর্তার মধ্যে রয়েছেন, ইসির আইন শাখার যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার ব্যক্তিগত সচিব হাবিবা আখতার।

এনআইডি কার্যক্রম পরিদর্শনে এর আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইতালি সফর করে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।