ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন উপযোগী উপজেলা ৪৫২, বৈঠক মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
নির্বাচন উপযোগী উপজেলা ৪৫২, বৈঠক মঙ্গলবার

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আগামী মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বৈঠক অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে চার থেকে পাঁচ ধাপে হতে পারে নির্বাচন।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এমন তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, আগামী মঙ্গলবার কমিশন বৈঠক হবে। এতে কোন ধাপে কবে ভোট হবে তা জানা যাবে। চার থেকে পাঁচ ধাপে ভোট হতে পারে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। এরমধ্যে ৪৫২টি নির্বাচন উপযোগী হয়ে আছে। বাকিগুলোর ভোট পরে হবে।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।