ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাবনার ৫টি আসনে নৌকার নিরঙ্কুশ জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
পাবনার ৫টি আসনে নৌকার নিরঙ্কুশ জয়

পাবনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি সংসদীয় আসনে একজন নতুন আর ৪ জন পুরোনো মুখ নিরঙ্কুশ জয় লাভ করেছেন।  

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন মু. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন।


 
পাবনা ১ আসনে মোট ১২৫টি কেন্দ্রের ফলাফল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু পেয়েছেন ৯৩ হাজার ৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ.লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতীকে হয়ে ৭২ হাজার ৩৪৩ ভোট পেয়েছেন। ২০ হাজার ৯৫৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বেসরকারি ফলাফলে অ্যাডভোকেট শামসুল হক টুকু জয়লাভ করেছেন।

পাবনা -২ আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন। ১০৮টি কেন্দ্রের মোট ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম’র নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট।

পাবনা-৩ আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী মকবুল হোসেন বিজয়ী হয়েছেন। মোট ১৭৬টি কেন্দ্রের  প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল হামিদ পেয়েছেন ১ লাখ ১৫৯ ভোট।

পাবনা-৪ আসনে মোট ১২৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটে নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরীফ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট। বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ১ লাখ ৫২ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা-৫ আসনে আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীকের জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট।  

অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের আব্দুল কাদের খান কদর পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির আফজাল হোসেন বটু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট এবং ন্যাশনাল পিপল্স পার্টির মোহাম্মদ আবু দাউদ আম প্রতিকে পেয়েছেন ১ হাজার ৫৫৪ ভোট।

উল্লেখ্য, পাবনা-১ আসনের নৌকার প্রার্থী শামসুল হক টুকু চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা -২ আসনের নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা-৩ আসনের মকবুল হোসেনও চতুর্থবার, পাবনা-৪ আসনের নৌকা প্রতীকের গালিবুর রহমান শরীফ প্রথমবার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স চতুর্থবারের ন্যায় নির্বাচিত হলেন।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসএএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।