ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটের ১৯ আসন: ১৫টিতে নৌকা, চারটিতে স্বতন্ত্র জয়ী

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
সিলেটের ১৯ আসন: ১৫টিতে নৌকা, চারটিতে স্বতন্ত্র জয়ী

সিলেট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের ১৫টিতে নৌকা ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  

রোববার (৭ জানুয়ারি) সিলেটের চার জেলা রিটার্নিং অফিসারের অফিস থেকে বেসরকারিভাবে তাদের নাম ঘোষণা করা হয়।

 

নির্বাচিত সংসদ সদস্যরা হলেন- সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ও নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ১ লাখ ১৫ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে চারজন প্রার্থী মিলে পেয়েছেন ৪ হাজার ৪১৩ ভোট।

সিলেট-২ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান মুহিব ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৬১ ভোট।

সিলেট-৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব ৭৯ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৮৩৬ ভোট।

সিলেট-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালি আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১ ভোট।

সিলেট-৫ আসনে কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ৪৭ হাজার ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৯৭৩ ভোট।

সিলেট-৬ আসনে নৌকা প্রতীকে ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা।  

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।  

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিক বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন।  

মৌলভীবাজার-১ আসনে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দীন আহমদ।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার-৩ আসনে নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন অলিলা গ্রুপের এমডি জিল্লুর রহমান।  

মৌলভীবাজার-৪ আসনে নৌকার প্রার্থী সাবেক চিফ হুইপ আব্দুস শহিদ বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

হবিগঞ্জ-১ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ-২ আসনে জয়ী হয়েছেন নৌকার তরুণ প্রার্থী ময়েজ উদ্দিন শরিফ রুহেল। তার কাছে পরাজিত হন ঈগল মার্কা নিয়ে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মজিদ খান।

হবিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আবু জহির বিজয়ী হয়েছেন।  

হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সাইদুল হক সুমন বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকরা বেসরকারি ফলাফলে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।