ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জ-৩ আসনে এমপি নির্বাচিত হলেন জাতীয় পার্টির মুজিবুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
কিশোরগঞ্জ-৩ আসনে এমপি নির্বাচিত হলেন জাতীয় পার্টির মুজিবুল হক

কিশোরগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ উপজেলা) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মুজিবুল হক। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নাসিমুল হক পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।

রোববার (৭ জানুয়ারি) তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ভোটের ফলাফলে বিষয়টি জানা যায়।  

এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। পরে ভোট গণনার কাজ সম্পন্ন হওয়ার পর ভোটের এ ফলাফল পাওয়া যায়।  

এ আসনে পুরুষ, নারী ও হিজড়া মিলিয়ে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৬৪৬ জন। মোট ১৪৯টি ভোটকেন্দ্রে ৮৯৩টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।