ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাবনা-৪ আসনে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গালিব জয়ী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
পাবনা-৪ আসনে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গালিব জয়ী গালিবুর রহমান শরীফ

ঈশ্বরদী (পাবনা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ভূমিমন্ত্রীর ছেলে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন মাত্র ১৪ হাজার ৬৬২ ভোট।

 

রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার এ তথ্য নিশ্চিত করেন।  

সুবীর কুমার দাশ জানান, পাবনা-৪ আসনে ১২৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে নির্বাচনে লড়েছেন ছয়জন। নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরীফ ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪১ দশমিক ৫১ শতাংশ ভোট।  

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী পাবনা-৪ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ১০ হাজার ২৩১ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৪২৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।