ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজারে তিনটিতে আ.লীগ, একটিতে কল্যাণ পার্টির জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
কক্সবাজারে তিনটিতে আ.লীগ, একটিতে কল্যাণ পার্টির জয়

কক্সবাজার: কক্সবাজারের চারটি সংসদীয় আসনে তিনটিতে আওয়ামী লীগের নৌকা ও একটিতে কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

প্রাথমিকভাবে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে তা নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (৮ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করবেন।  

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য জাফর আলম (ট্রাকগাড়ি) পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট। যদিও বিকেল ৩টার দিকে বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি।

অন্যদিকে গোলযোগের কারণে এ আসনের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ তিনটি কেন্দ্রের ভোট বাদ দিয়েও সৈয়দ ইবরাহিমের প্রাপ্ত ভোট বেশি হওয়ায় আসনটিতে তিনিই বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।

এ ছাড়া কক্সবাজার-২ (চকরিয়া-মহেশখালী) আসনে আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিক (নৌকা) পেয়েছেন ৯৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফ প্রার্থী শরীফ বাদশা (নোঙর) পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ (ঈগল) পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীকের শাহীন আক্তার পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর (ঈগল) পেয়েছেন ২৯ হাজার ৯২৯ ভোট।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।