ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাঙামাটি-২৯৯ আসনে বিপুল ভোটে নৌকার দীপংকর জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
রাঙামাটি-২৯৯ আসনে বিপুল ভোটে নৌকার দীপংকর জয়ী দীপংকর তালুকদার

রাঙামাটি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।  

তিনি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৩৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট এবং তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ২১৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।  

সোমবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে বলে জানান রির্টানিং অফিসার।

মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৭৮।  ভোট বাতিল হয়েছে ৩ হাজার ১২৮। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪১ দশমিক ৫০।

এদিকে রোববার সকাল ৮টায় সারা দেশের মতো রাঙামাটিতে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

রাঙামাটির পুরো জেলায় ২১৩ জন প্রিসাইডিং অফিসার, ১ হাজার ১২১ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ২ হাজার ২৪২ জন পোলিং অফিসার নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন।

জেলায় এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২১৩টি। এর মধ্যে ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্র ছিল।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে ২৪ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৬ প্লাটুন, র‌্যাব ১ প্লাটুন ও প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪১৬ এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৮ জন।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।