ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল-৬ আসনে নৌকার হাফিজ মল্লিক জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
বরিশাল-৬ আসনে নৌকার হাফিজ মল্লিক জয়ী

বরিশাল: বরিশাল-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক।

রোববার (৭ জানুয়ারি) দিনভর ভোট শেষে রাত পৌনে ১১টায় এ আসনের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ করেন রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

নৌকা প্রতীকের এ প্রার্থী ২০ হাজার ৭৩৫ ভোটের ব্যবধানে প্রথমবারের মতো বরিশাল-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিটানিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী আব্দুল হাফিজ মল্লিক পেয়েছেন ৬০ হাজার ১০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সামসুল আলম পেয়েছেন ৩৯ হাজার ৩৭৪ ভোট।

বরিশাল-৬ আসনে ১১৩ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ২ লাখ ৯৫ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৫১৩ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট পড়ার হার মাত্র ৩৭.৭৪ ভাগ। আর বাতিলকৃত ভোটের সংখ‌্যা ১ হাজার ৭৪৭।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।