ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়া-২: জামাই-শ্বশুরের ভোটযুদ্ধে জিতে গিলেন স্বতন্ত্র মঈন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া-২: জামাই-শ্বশুরের ভোটযুদ্ধে জিতে গিলেন স্বতন্ত্র মঈন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি মার্কার মঈন উদ্দিন মঈন।  

রোববার (৭ জানুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান ফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

১১৮ ভোটকেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কলার ছড়ি প্রতীকে মঈন পেয়েছেন পেয়েছেন ৮৪ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা পেয়েছেন ৫৫ হাজার ৪৩১ ভোট।

এ আসনের মহাজোট মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া পেয়েছেন ৩ হাজার ৪০৮ ভোট।  

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত লড়াই হয়েছে ত্রিমুখী।  জামাই রেজাউল ইসলাম ভূইয়া, স্বতন্ত্র শ্বশুর জিয়াউল হক মৃধা ও আরেক স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈনের মধ্যেই এ লড়াই হয়।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
আরএইউচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।