ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকাকে হারিয়ে জিতলেন বিএনপির বহিষ্কৃত একরামুজ্জামান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
নৌকাকে হারিয়ে জিতলেন বিএনপির বহিষ্কৃত একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ একে একরামুজ্জামান।

রোববার (৭ জানুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

৭৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল শেষে দেখা যায়, কলার ছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী একে একরামুজ্জামান পেয়েছেন ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূইয়া ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।