ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোলার সব আসনেই নৌকার প্রার্থীরা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোলার সব আসনেই নৌকার প্রার্থীরা জয়ী

ভোলা: ভোলার চারটি সংসদীয় আসনে বিপুলভোটে বিজয়ী হয়েছে নৌকার প্রার্থীরা। ভোলা সদর আসনে জয়ী হয়েছে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৭৯৯।

তার নিকতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহার মিয়া (লাঙ্গল) পেয়েছেন পাঁচ হাজার ৯৮০ ভোট।

ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজনবি (জেপি) পেয়েছেন তিন হাজার ১৯১।  

ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছে নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি নৌকা প্রতিকে পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৯২৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।

ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন পাঁচ হাজার ৯২৮ ভোট।

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ভোলার ভোট কাস্ট হয়েছে ৫০ দশমিক ১ শতাংশ।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।