ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর জয় বেগম মতিয়া চৌধুরী। 

শেরপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।  

তিনি দুই লাখ ৩৮ হাজার ৩শ ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪শ ৪২ ভোট।
  
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ চলে। এরপর মোট ১শ ৫৪ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত ৮টার দিকে এ ফলাফল জানা যায়।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।