ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

টানা সপ্তমবারের মতো জয়ী চিফ হুইপ নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
টানা সপ্তমবারের মতো জয়ী চিফ হুইপ নূর

মাদারীপুর: টানা সপ্তমবারের মতো মাদারীপুর ১ আসনের নির্বাচনে জয় পেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

মোট ১০২ ভোট কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

তিনি ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানিয়েছে।

১৯ ইউনিয়ন, এক পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর ১ আসনের শিবচর উপজেলার ১০২টি ভোট কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয় বিকেল চারটায়।

ভোট গণনা শেষে প্রার্থী নূর-ই-আলম চৌধুরীকে জয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি (লাঙ্গল) মো. মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের মো. তোফাজ্জেল হোসেন খান পেয়েছেন ১ হাজার ৩৪ ভোট।

শিবচর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৭৯, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন ও হিজড়া ৩ জন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।