ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের

পাবনা-১ আসনে বিভিন্ন কেন্দ্র থেকে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (০৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি মাদরাসা ভোটকেন্দ্রে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

আবু সাইয়িদ অভিযোগ করে বলেন, সাঁথিয়ার সিলন্দা, ধুলাউড়ি, মাহমুদপুরসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে অনেক এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এজেন্টবিহীন ভোট চলতে থাকলে সুষ্ঠ ভোট নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন।

তিনি আরও বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারকে তাৎক্ষণিক অবহিত করেছেন মুঠোফোনে। তারা আমাকে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট জায়গাগুলোতে টিম পাঠানো হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নৌকার প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, সাইয়িদ সাহেব আজীবন শুধু অভিযোগই দিয়ে গেলেন। আজ পর্যন্ত কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি। উৎসবমুখর পরিবেশ সবাই ভোট দিচ্ছে। কারও এজেন্ট বের করে দেওয়ার প্রশ্নই আসে না।

ধুলাউড়ি মাদরাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খালিদ মোশাররফ বলেন, এই কেন্দ্রে ৩২০০ ভোটার আছে। সকাল থেকেই ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলপনা ইয়াসমিন বলেন, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ সকাল ৮ টার আগেই পেয়েছি। পুলিশ পাঠিয়ে সেটা ঠিক করা হয়েছে। বর্তমানে সবার এজেন্ট রয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময় : ১৬৪৯ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০২৪
মুস্তাফিজুর রহমান/এমএইচবি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।