ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দিতে যাওয়ার আগে মা-বাবার কবর জিয়ারত করলেন শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোট দিতে যাওয়ার আগে মা-বাবার কবর জিয়ারত করলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান ভোট দিতে যাওয়ার আগে কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করছেন।

রোববার (৭ জানুয়ারি) তিনি শহরের মাসদাইর কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্য, শামীম ওসমানের বাবা মা ও ভাইয়ের কবরের পাশে বসে জিয়ারত করেন।

এ সময় বসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তাকে।

এর আগে সকালে তিনি জানান, পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করে আমি ভোট দিতে যাব। আমার আসনে উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব হচ্ছে বলে সব জায়গা থেকে খবর পাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।