ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আগারগাঁও সঙ্গীত কলজে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫২৩টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
আগারগাঁও সঙ্গীত কলজে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫২৩টি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ নম্বর আসনের তিন নম্বর কেন্দ্র আগারগাঁও সরকারি সংগীত কলেজ। এ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫২৩টি ভোট পড়েছে।

রোববার (৭ জানুয়ারি) ১২টার পর ৩ নম্বর কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিজাইডিং অফিসার মশিউর রহমান বাংলানিউজকে এ কথা জানান।

প্রিজাইডিং অফিসার মশিউর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন নম্বর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৬২ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫২৩টি।

ঢাকা ১৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক লড়ছেন। এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি প্রতীকের প্রার্থী শাহাবুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের সোহেল সামাদ বাচ্চু, তরিকতের ফেডারেশনের পক্ষ থেকে ফুলের মালা প্রতীক নিয়ে কামরুল আহসান, বিএনএফ পার্টির জাহাঙ্গীর কামাল টেলিভিশন প্রতীক এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাফর ইকবাল নান্টু মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে জাহাঙ্গীর কবির নানক সকালে নিজের ভোট প্রদানের পর সাংবাদিকদের বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি। দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছে এতেই তা প্রমাণ হয়।

তিনি আরও বলেন, আপনার দেখতে পারছেন ভোটের লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরকেআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।