ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আজকের ভোট, গণতন্ত্র রক্ষার ভোট: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
আজকের ভোট, গণতন্ত্র রক্ষার ভোট: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ভোট দিয়েছেন।

রোববার (০৭ জানুয়ারি) দুপুরে কসবা উপজেলার নিজ গ্রাম পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ করা একটি আনন্দের বিষয়। সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছে। তারা মানে জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সেটাই প্রমাণ হচ্ছে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখান করেছে। আজকের ভোট, গণতন্ত্র রক্ষার ভোট।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।