ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী সংহিসতা: ঝিনাইদহের এসপিকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
নির্বাচনী সংহিসতা: ঝিনাইদহের এসপিকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ

ঢাকা: ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাই ও স্বতন্ত্র মো. নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দু’টি মামলায় প্রকৃত অপরাধীদের ধরতে পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আব্দুছ সালাম এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট এসপিকে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ঝিনাইদহ-১ নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল হাই-এর সমর্থক কামরুল ও উকিল মুসল্লিসহ ১০/১২ জন সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম-এর সমর্থকগণ গত ২৬ ডিসেম্বর আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম বাজারের সন্নিকটে মোল্যা পাড়ায় নির্বাচনকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বর্ণিত ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় ২টি মামলা দায়ের হয়েছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। ফলে, বর্ণিত মামলা সুষ্ঠুভাবে তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের গ্রেফতারের জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ০৭৩১ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।