ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি লঙ্ঘন

লাঙ্গলের প্রার্থীসহ দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
লাঙ্গলের প্রার্থীসহ দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি

বরিশাল: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. গোলাম কিবরিয়া টিপুসহ দুজনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অপরজন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থক ও বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের আরিজ কালিকাপুর ময়দানের হাট এলাকার বাসিন্দা মো. স্বপন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বরিশাল-৩ এর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশালের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুন্যাল (যুগ্ম জেলা দায়রা জজ) এর বিচারক চন্দন কান্তি নাথ এ নোটিশ দেন।

সূত্রে জানা গেছে, গত রোববার ‘৩১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বাবুগঞ্জ থানাধীন চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট গ্রামের আরজি কালিকাপুর স্থানে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আতিকুর রহমানের পক্ষে মো. হানিফ হাওলাদার ও মো. মনির ফকির প্রচারণা চালাচ্ছিলেন। ওই সময় লাঙ্গল প্রতীকের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় ট্রাক প্রতীকের কর্মীরা আহত হন।

এ ঘটনায় স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান লিখিত অভিযোগ দেন সংশ্লিষ্ট দপ্তরে। অভিযোগের সূত্র ধরে, মো. গোলাম কিবরিয়া ও মো. স্বপনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে মর্মে ৩ জানুয়ারি সকাল ১০টায় সশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন অনুসন্ধান কমিটির ব্যাখ্যা চেয়ে মো. গোলাম কিবরিয়া (টিপু) নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান। তিনি জানান, এটি সরাসরি প্রাপকের কাছে পাঠানো হয়েছে, আমরা যার অনুলিপি পাব।

এদিকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর সমর্থকদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে এ নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি ওইসময় কর্মী ও সমর্থকদের হুমকিও দেওয়া হয়। এ বিষয়েও লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান।

তবে হামলার অভিযোগের বিষয়টি আদৌ জানা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।