ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাতীয় সংসদ নির্বাচন

গাজীপুরে ৫ কারাগারে বন্দি ১০ হাজার, ভোট দেবে না কেউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
গাজীপুরে ৫ কারাগারে বন্দি ১০ হাজার, ভোট দেবে না কেউ

গাজীপুর: আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে কারাবন্দীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ ছিল।

কিন্তু গাজীপুরের ৫ কারাগারে থাকা ১০ হাজার বন্দির একজনও এবার ভোট দিতে আগ্রহী নয়।

সংশ্লিষ্ট কারাগারগুলোর জেল সুপার ও জেলাররা এমন তথ্য জানিয়েছেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বর্তমানে বন্দি আছে ১৭০০ জন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ৩ হাজার ৫০০; হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ২ হাজার ৭০০; মহিলা কেন্দ্রীয় কারাগারে ৬২৫ ও গাজীপুর জেলা কারাগারে বন্দী আছে ১ হাজার ৫০০ জন।

জেল সুপার ও জেলাররা বলেন, প্রতিটি কারাগারেই বন্দি সংখ্যা বাড়া-কমার মধ্য দিয়েই আছে। সব কারাগারের বন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবদেনের শেষ সময় ছিল ৩০ ডিসেম্বর। কারা কর্তৃপক্ষ বন্দিদের বিষয়টি জানালেও তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজি হয়নি। কেউই ভোট দিতে আবেদন করেনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাজাহান মিয়া বলেন, আমরা বন্দিদের ভোট দেওয়ার বিষয়ে জানিয়েছিলাম। কেউ ভোটে আগ্রহী নয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, সাড়ে তিন হাজার বন্দির মধ্যে যারা ভোটার তাদের সবাইকে নির্বাচনের ব্যাপারে জানানো হয়। বন্দিরা ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। এ কারাগার থেকে কোন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে না।

হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমানও একই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ জানুয়ারি ২, ২০২৪
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।