ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাটোরে কলেজ শিক্ষক মোয়াজ্জেম হোসেনকে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
নাটোরে কলেজ শিক্ষক মোয়াজ্জেম হোসেনকে তলব

ঢাকা: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় নাটোরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন বাবলুকে তলব করেছে সংশ্লিষ্ট নির্বাচন তদন্ত কমিটি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নাটোর-৪ আসনের নির্বাচনী তদন্ত কমিটি হিসেবে পাবনার সহকারী জজ আরিফুল ইসলাম তাকে তলব করেছেন।

মো. মোয়াজ্জেম হোসেন বাবলুকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, সূত্রের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধানী কমিটির জানতে পারে যে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

একজন সরকারি কলেজের প্রভাষক হয়ে রাজনৈতিক কাজে অংশ নেওয়া ও নির্বাচনী প্রচারণা চালানো আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) অধিক্ষেত্রের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৬ এবং নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১৪(২) বিধি'র লঙ্ঘন বলে প্রমাণ হয়।

এই অবস্থায় আইন ভাঙার কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে মর্মে ৩০ ডিসেম্বর তারিখে বিকেল ৪টায় সশরীরে হাজির হয়ে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে আপনাকে নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।