ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়াঁর পক্ষে মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়াঁর পক্ষে মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়াঁর পক্ষে গণসংযোগ করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

রোববার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক, মুক্তিযোদ্ধা করিম সিকদার, অ্যাডভোকেট আ. ওহাবসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

গণসংযোগের সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক বলেন, আমরা রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা শাহজাহান ভাইয়ের কেটলি মার্কার পক্ষ নিয়েছি। স্বাধীনতার ৫৩ বছরেও পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। রূপগঞ্জে মূল আওয়ামী লীগ বলতে শাহজাহান ভাই। দুর্দিনে তিনি আওয়ামী লীগকে ধরে রেখে এখন পর্যন্ত এসেছেন। আমরা মুক্তিযোদ্ধারা উনাকেই ভোট দেব।

মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ওহাব বলেন, রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রার্থী শাহজাহান ভাই, তিনি আওয়ামী লীগের লোক, তাই দলমত নির্বিশেষে তাকে সংসদ সদস্য করতে সবাইকে উদাত্ত আহবান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।