ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে নৌকার সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে নৌকার সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থক কাউসার আহমেদকে ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমশেদ আলম এ জরিমানা করেন।

কাউসার শিমরাইলকান্দি এলাকার আবু তাহেরের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমশেদ আলম বলেন, রাত ৮টার পরে নৌকা প্রার্থীর সমর্থক শহরের বঙ্গবন্ধু স্কয়ারে গান বাজাচ্ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করা হয়। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।