ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংবাদ সংগ্রহে বাহারের বাধা: ডিসি-এসপিকে তদন্ত প্রতিবেদন দিতে বলল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
সংবাদ সংগ্রহে বাহারের বাধা: ডিসি-এসপিকে তদন্ত প্রতিবেদন দিতে বলল ইসি

ঢাকা: কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার সংবাদ সংগ্রহে গণমাধ্যমকে বাধা দেওয়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনা তদন্ত করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রতিবেদন দিতে নির্দেশে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রতিবেদন দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান নির্দেশনাটি পাঠান।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, লাঞ্ছিত বা গ্রহার করার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বিষয়ে তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাহারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও একাধিকবার শো-কজ করেছিলে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।